নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘দুনিয়া জুড়ে বাংলার ছবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বহুল প্রচারিত ইলেক্ট্রনিক মিডিয়া চ্যানেল এস জনপ্রিয়তায় রয়েছে শীর্ষে। এই জনপ্রিয় টিভি চ্যানেল এস এর নবীগঞ্জ উপজেলা নবনিযুক্ত প্রতিনিধি হিসাবে দায়িত্ব পেলেন সাংবাদিক বুলবুল আহমদ।
এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ দবির এন্ড ব্রাদার্স মার্কেটের নিচতলায় চ্যানেল এস এর নবীগঞ্জ অফিসে উক্ত চ্যানেল এর নবীগঞ্জ প্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহন অনুষ্ঠানটি জাকঝমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, চ্যানেল এস এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, নবীগঞ্জ পৌর প্যানেল মেয়র-১ ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ জে.কে হাই স্কুলের শিক্ষক আব্দুস সালাম, আউশকান্দি র, প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আবু সিদ্দিক, বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুর রহমান, আব্দুল জলিল, সিনিয়র সাংবাদিক ছাদিকুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক সংগ্রাম নবীগঞ্জ নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমদ, সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমান, এনটিভি প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, অনলাইন সময়ের যাত্রীর সম্পাদক সুলতান মাহমুদ, মাওলানা আব্দুল করিম, সাংবাদিক আব্দুল কাইয়ুম, সাংবাদিক আশরাফুল ইসলাম, দৈনিক জননীর নবীগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান সুহেল, মোঃ শওকত মিয়া, এনা কাউন্টার এর পরিচালক বকুল মিয়া, ডাঃ নাজমুল হক চৌধুরী পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ্দুজ্জামান নানু, রাসেল আহমদ, মওদুদ আহমদ, জুয়েল আহমদ, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা অরুনাভ পাল জয়ন্ত, আমিনুল ইসলাম প্রমুখ।
দৈনিক হবিগঞ্জ সমাচার নবীগঞ্জ প্রতিনিধি, দৈনিক বিবিয়ানা পত্রিকার স্টাফ ও অনলাইন ডেইলী সিলেট সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে।