নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সবুজ কুঁড়ি কিন্ডার গার্টেন-এর ৫ কৃতি শিক্ষার্থীকে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তির টাকা ও সনদ প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সুবর্না দাশ, ফুয়াদ আহমদ, মেজু আহমদ, তুলতুল প্রীতি ও রিয়া চৌধুরীর হাতে সনদ ও বৃত্তির টাকা তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর সুন্দর আলী। এ সময় অন্যান্যের মধ্যে সবুজ কুঁড়ির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র দাশ, নৃপেন্দ্র চন্দ্র দাশ, বাসন্তি রানী দাশ, জলি বেগম, সাগরিকা রায় সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, সুকান্ত দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। ২০১২ সালে অনুষ্ঠিত এবং ২০১৩ সালে প্রকাশিত বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় উল্লেখিত শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।
উল্লেখ্য, সবুজ কুঁড়ি কিন্ডার গার্টেন ও জুনিয়র হাইস্কুলের পরিচালক বিকাশ চন্দ্র রায়ের সার্বিক তত্বাবধানে এ প্রতিষ্ঠনের শিক্ষার্থীরা সম্প্রতি প্রকাশিত পিএসসি ও জেএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণসহ অন্যান্য পরীক্ষায়ও সাফল্যের স্বাক্ষর রেখে আসছে।