এক্সপ্রেস ডেস্ক ॥ ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতালের সঙ্গে যোগ হয়েছে আরো ১২ ঘণ্টা। এখন হরতালের সময়সীমা দাড়ালো ৬০ ঘন্টা। বুধবার সন্ধ্যা ৬টায় হরতাল শেষ হবে। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এই কর্মসূচির ঘোষণা দেন। এসময় তিনি ১১ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। একইসঙ্গে ১০ জানুয়ারি দেশের সকল মসজিদ, মন্দির ও গীর্জায় সরকারের দমন নীপিড়নের প্রতিবাদে প্রার্থনা করতে দেশবাসীকে আহবান জানান সেলিমা রহমান। এর আগে সোমবার ভোর ৬টা থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের পাশাপাশি ৪৮ ঘন্টার হরতাল শুরু হয়। হরতালের দ্বিতীয় দিনে মংগলবার জয়পুরহাটে আন্ত:নগর ট্রেনে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বত্তরা। চট্টগ্রামে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে শিবির। এদিকে বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধের ৭মদিন অতিবাহিত হয়েছে গতকাল। অবরোধ কর্মসূচী বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বলে একটি সূত্র আভাস দিয়েছে।