স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার আওয়ামীলীগ নেতা লিয়াকত আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ২১ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার মানবতা বিরোধী অপরাধ মামলায় রিয়াকত আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে গ্রেফতারি পরোয়ানার আবেদন জানান প্রসিকিউটর শাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
লাখাই থানার রাজাকার কমান্ডার লিয়াকত আলীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও লুটপাটের সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তন্মধ্যে লাখাইয়ের কৃষ্ণপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ১২৭ জন এবং ফান্দাউকে নিরীহ নারী-পুরুষকে হত্যা, ধর্ষন ও লুটপাটের অভিযোগ আনা হয়। গত বছরের ২৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওইদিনই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে ট্রাইব্যুনালে দাখিল করেন প্রসিকিউশন।
১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়া কলেজের ছাত্র ও মুসলিম লীগের নেতা লিয়াকত আলী ফান্দাউক ইউনিয়নে রাজাকার কমান্ডারের দায়িত্বে ছিলেন। স্বাধীনতার পর দীর্ঘদিন পালিয়ে ছিলেন তিনি। পরে এলাকায় ফিরে একসময় লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হয়েছিলেন।