স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন বাচ্চু জীবন্ত ঘোড়া নিয়ে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারণার জন্য নাসির উদ্দিন বাচ্চু প্রায় ১ লাখ টাকা দিয়ে একটি ঘোড়া কিনে এনেছেন এলাকায়। গতকাল বুধবার ঘোড়া নিয়ে মুড়িয়াউক ইউনিয়নের সুনেস্বর, মৌ বাড়ি, তেঘরিয়া, ধর্মপুর ও মশাদিয়া গ্রামে নির্বাচনী প্রচারনা করেন নাসির উদ্দিন বাচ্চু। নাসির উদ্দিন বাচ্চু ইতিপূর্বে নির্বাচনে অংশ গ্রহণ করে পরাজিত হন। জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা করায় এলাকার শিশু কিশোররা তার প্রচারনার সঙ্গী হচ্ছেন বেশি। আবার গ্রামের অভ্যন্তরের সরু রাস্তায় ঘোড়া নিয়ে চলাচল করায় অনেক শিশু দুর্ঘটনার শিকার হতে পারে বলেও আশংকা করছেন কেউ কেউ। গতকাল বুধবার নাসির উদ্দিন বাচ্চুর নির্বাচনী প্রচারণায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মিলন মিয়া, নোমান মিয়া, শাহ জাহান, কাউছার মিয়া, জসিম উদ্দিন, রুস্তম আলী প্রমূখ। এ ব্যাপারে জানতে চাইলে হবিগঞ্জের সিনিয়র আইনজীবী আরিফ চৌধুরী জানান, পশুপাখি নির্বাচনে মার্কা হিসাবে দেয়া হয়। তবে অবশ্যই জীবন্ত পশুপাখি নিয়ে নির্বাচনী প্রচারণা করার জন্য নয়। এটি একটি আইনের লংঘন। আইন লংঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। এ ব্যাপারে লাখাই থানার ওসি মোজাম্মেল হক জানান, জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণার কোনো সুযোগ নেই। যদি কেউ এমনটি করে তবে তা অবশ্যই নির্বাচন আচরণ বিধি লংঘন হবে। জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের ব্যক্তিগত মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।