রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে আচরণ বিধি লঙ্ঘন করায় ৩ চেয়ারম্যান প্রার্থী ৬ সাধারণ সদস্য ও ২ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ও নিবার্হী ম্যাজিটেষ্ট মোহাম্মদ রফিকুল ইসলাম এ জরিমানা করেন। ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী স্বপন দেবকে ১ হাজার, মিনহাজ উদ্দিন খাঁনকে ১ হাজার, কিতাব আলীকে ১হাজার, শাহ আলম চৌধুরীকে ১হাজার, সুবোধ সরকারকে ১ হাজার, দুধ মিয়াকে ১ হাজার, মনোয়ারা খাতুনকে ১ হাজার, অলকা রাণী রায়কে ১ হাজার, বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে ২ হাজার, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল হোসাইন মনুকে ২ হাজার টাকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদ উদ্দিন আহমেদকে ২ হাজার জরিমানা করেন।