স্টাফ রিপোর্টার ॥ ইউপি নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুর্তে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা করছেন ইউনিয়নবাসী। পক্ষ দুটি হচ্ছে আওয়মীলীগ প্রার্থী ইমদাদুল হক চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী কালিয়ারভাঙ্গা গ্রামের একেএম ইলিয়াছ।
স্বতন্ত্র প্রার্থী একেএম ইলিয়াছ মিয়ার সমর্থক মনিরুজ্জামান জানান, গতকাল বুধবার দুপুরের দিকে আওয়ামীলীগ প্রার্থী ইমাদাদুল হক চৌধুরী মোবাইল ফোনে তাকে হুমকি দেন। এ ঘটনাটি ইলিয়াছ মিয়ার সমর্থকদের মধ্যে জানাজানি হলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল সন্ধ্যে ৭টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ইমামবাড়ি বাজারে থমথমে অবস্থা বিরাজ করছিল।