প্রেস বিজ্ঞপ্তি ॥ নীল নকশা নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের শেষদিন গতকাল মঙ্গলবার জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ এর নেতৃত্বে রাজনগর প্রাইমারী স্কুল প্রাঙ্গণে পিকেটিং করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল মজনু, সালাউদ্দিন টিটু, কুতুব উদ্দিন শামীম, জেলা ছাত্রদল নেতা মাহবুবুল আলম মান্না, এস.এম সিদ্দিকী সনি, সৈয়দ রুবেল আহমেদ, শেখ মখলিছুর রহমান, খলিলুর রহমান লিটন, নূরুল হক, সাইফুল আলম শিপন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহী কিবরিয়া সবুজ, নূরুল আমিন পলাশ, এনামুল হক সায়েম, পান্না কুমার শীল, অনিক রায়, মিঠুন আহমেদ, অপু দাশ, অপু বণিক, পৌর ছাত্রদল নেতা এম.এ হান্নান, জিসান আহমেদ, এস.এ গাফফার, সামছুল আলম, হাসান আহমেদ, নিজাম উদ্দিন, সাহিদ আলম।
হরতাল চলাকালে বেলা ১২টায় শহরে জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।