স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নতুন ব্রীজ সড়কের সুদিয়াখলা নামকস্থানে ডাকাতদের হামলায় লিটন মিয়া (১৮) নামের এক টমটম চালক আহত হয়েছে। সে সদর উপজেলার গোপায়া গ্রামের ছোরাব আলীর পুত্র। গতকাল বুধবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, লিটন বাড়ি থেকে টমটমযোগে নতুন ব্রীজ যাবার জন্য রওয়ানা হলে ওই সড়কের প্রাইমারী স্কুলের সামনে পৌছলে ৭/৮ জনের একদল দুর্বৃত্ত গাড়িটি ব্যারিকেড দিয়ে আটক করে তাকে মারধর করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।