স্টাফ রিপোর্টার ॥ ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ৫তলা বিশিষ্ট দ্বিতল বিজ্ঞান ভবনের ভিত্তিপস্থর স্থাপন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডঃ মোঃ আবু জাহির। গতকাল সকাল ১১ তিনি এ ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুজ্জামান চৌধুরী, ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর খন্দকার।
ভিত্তিপ্রস্থর স্থাপনের পূর্বে অধ্যক্ষ প্রফেসর বদরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানি, সাংগঠনিক মহিবুর রহমান মাহী, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোঃ হাবিবুর রহমান কিবরিয়া, সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেন, শুধুমাত্র জিপিএ-৫ মানেই শিক্ষিত নয়। শিক্ষা গ্রহণ করে জাতি ও দেশ গঠনে স্ব-স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করাটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়ে অঢেল অর্থ সম্পদ না গড়ে প্রকৃত মানুষ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার আহ্বান জানান তিনি। এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি ঘটিয়েছে। শুধুমাত্র সরকারের প্রচেষ্টায় সঠিক লক্ষ্যে পৌঁছা সম্ভব না। সরকারের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দের সমন্বয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব।
তিনি বলেন, এ সরকারের আমলে বৃন্দাবন কলেজে, অনার্স কোর্স চালু, মাস্টার্স কোর্স, ২টি ছাত্রী হোস্টেল, একটি ছাত্র হোস্টেল, একাডেমিক ভবনসহ প্রায় ৩০ কোটি টাকার উন্নয়ন হয়েছে। আর অনার্স ও মাস্টার্স কোর্স চালু হওয়ায় হবিগঞ্জের শিক্ষার্থীদেরকে আর ঢাকা-সিলেটে গিয়ে ভর্তি হতে হয় না। শীঘ্রই বৃন্দাবন কলেজে প্রিলিমিনারী মাস্টার্স কোর্স চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।