আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ এবং মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রির্টানিং অফিসার মোঃ মিজানুর রহমান, মোঃ সুলায়মান মুজুমদার, ওসি মোকতাদির হোসেন। সভায় উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীগণ প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্গনের অভিযোগ তুলেন। সভায় প্রধান অতিথি জেলা প্রসাশক সাবিনা আলম বলেন, প্রসাশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। কেউ যদি মনে করেন প্রশাসনকে ব্যবহার করে ফায়দা হাসিল করবেন তা হবে চরম ভুল। যারা নির্বাচনের মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, নির্বাচনে কে হারল কে জিতল এ নিয়ে আমাদের কোন মাথা ব্যথ্যা নেই। সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে নির্বাচন স¤পন্ন করাই আমাদের মূল লক্ষ্য। পুলিশসহ প্রশাসনকে ব্যবহার করে প্রভাব বিস্তার করে নির্বাচনে জিতে যাবেন এমন চিন্তা ভাবনা করা চরম বোকামী হবে। পুলিশ সর্বোচ্চ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।