প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শেবুল ঠাকুরের উপর মামলা দায়েরের প্রতিবাদে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গতকাল বিকাল ৪ ঘটিকায় এক জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকগীগ সভাপতি হুমায়ূন কবির রেজা। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন রেনুর পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সহসভাপতি জাকির হোসেন সেলিম, সহসভাপতি এডঃ প্রসেনজিত, সহ-সভাপতি এডঃ আব্দুল আলীম সর্দার, বানিয়াচং উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন উসমান, সঞ্জয় রায়, আব্দুর রউফ, শেখ ফরিদ আহমদ, কামাল আহমদ, শেখ ইত্তেহাদ হোসেন মুবিন প্রমূখ। বক্তারা বানিয়াচং উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শেবুল ঠাকুরের উপর ষড়যন্ত্রমূলকভাবে বিস্ফোরক মামলায় আসামী করায় জেলা ও উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে শরীফ খানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জামায়াত ও বিএনপি পেট্রোল বোমা নিক্ষেপ করে হামলা চালায়। উক্ত বোমা হামলার মামলায় পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বিএনপি ও জামায়াতকে বাচানোর জন্য উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শেবুল ঠাকুরকে আসামী অন্তর্ভূক্ত করা হয়েছে। অবিলম্বে প্রকৃত আসামীদেরকে গ্রেফতার করে ও শেবুল ঠাকুরকে উক্ত মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় শেবুল ঠাকুরকে মিথ্যা মামলায় জড়ানোর জন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।