স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম এ মন্নানের সমর্থনে নির্বাচনী প্রচারণা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বড় বহুলা গ্রামে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এম এ মন্নানের কর্মী সমর্থকদের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন বড় বহুলা গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী বুলবুল চিশতীয়া। ওয়াহিদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন, ২৮ সর্দার ওয়াহিদ্দুজ্জামান, সর্দার শুকুর মিয়া, সর্দার লাল মিয়া, সর্দার মুকুল মিয়া, সর্দার আচিম উল্লা, সর্দার আলফু মিয়া, সর্দার এমরান, সর্দার রফিক, সর্দার মান্নান, সর্দার আরজত আলী।
এতে উপস্থিত ছিলেন, শাহিন মিয়া, জাহির মিয়া, শাহ আলম মোড়ল সামছু মিয়া, সজল খান, হেকিম মিয়া, লিয়াকত মিয়া, নাইম, সিরাজ উদ্দিন খান, শাহ আলম খান, তাহির মিয়া, আবদাল মিয়া, সোহেল মিয়া, সোহাগ মিয়া, সিরাজ মিয়া, সাইদুর রহমান, শহিদুল মিয়া, আহাদ মিয়া, আলীমমিয়া, এমরান, হাজী সওকত আলী, নুর আলম, কাইয়ুম মিয়া, এডঃ জামাল, শাহ আশিক, রহমত, আঃি রউফ, আঃ হাই (মোড়ল বাড়ি), মোঃ ইদ্রিস, আঃ সোবহান, কাদির মিয়া, দুলাল, মহিবুল ইসলাম সোহল প্রমূখ।
সভায় উপস্থিত বক্তারা ও এলাকাবাসী আগামী ৪ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে এম এ মন্নানকে চেয়ারম্যান পদে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।