প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরন বাংলাদেশ-এর অর্থায়নে দূর্যোগ সহায়তা তহবিল প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা নর্থ প্যাড সংলগ্ন দিঘলবাক ইউনিয়নের রাধাপুরে বন্যা প্রতিরোধক বাঁধ ও সড়ক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিবিয়ানা গ্যাসপ্ল্যান্টের প্রডাকশন সুপারভাইজার ফেরদৌস বিন সিদ্দিকী উপস্থিত ছিলেন। তিনি আনুষ্ঠানিকভাবে বাঁধ ও সড়ক হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘলবাক ইউপির সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী। অনুষ্ঠানে বিবিয়ানা গ্যাসপ্ল্যান্টের হেল্থ এনভায়রনমেন্ট এন্ড সেফটি প্রতিনিধি শাহপরাণ ও ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট) মলয় কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। এছাড়াও ইউপি মেম্বারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ ও উপকারভোগীগণ অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দীঘলবাক ইউপির সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী ও ওয়ার্ড মেম্বার ফকরুল মিয়া। তাঁরা বন্যা প্রতিরোধক বাঁধ ও সড়ক সময়মতো, সুন্দরভাবে ও নিরাপদে নির্মাণ সম্পন্ন করার জন্য শেভরন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তারা আরো বলেন, এই বাঁধ বর্ষা মৌসুমে স্থানীয় জনসাধারণের সম্পদ, ফসল ও গবাদীপশু রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া উপকারভোগীরা নির্মাণ কাজের গুণগতমানের ব্যাপারে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।