বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০ নবীগঞ্জে পাহাড় কাটা ॥ গভীর রাতে সেনাবাহিনীর অভিযান এক্সেভেটর-ট্রাকসহ আটক ৪ হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরও একটি মামলা দায়ের নবীগঞ্জে এনায়েত খান মহিলা কলেজের উদ্যোগে প্রবাসীকে সংবর্ধনা প্রদান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুলকে লাখাইয়ে গ্রেফতার যুবদলের সাথে মতবিনিময় সভায় জিকে গউছ ॥ শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে বাহুবলের বাবনাকান্দি গ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা লাখাই উপজেলা ওলামা দলের আংশিক কমিটি অনুমোদন সংবাদপত্র হকার্স সমিতির সভাপতির অর্থকড়ি ছিনতাই ॥ মামলা দায়ের প্রবাসী সাংবাদিক মুন্না, তছনু চৌধুরী ও ব্যবসায়ী ছোটন চৌধুরীকে নবীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

নবীগঞ্জের রাধাপুর গ্রামে বন্যা প্রতিরোধক বাঁধ ও সড়ক সংস্কার

  • আপডেট টাইম বুধবার, ১৮ মে, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরন বাংলাদেশ-এর অর্থায়নে  দূর্যোগ  সহায়তা তহবিল প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা  নর্থ প্যাড সংলগ্ন দিঘলবাক ইউনিয়নের রাধাপুরে বন্যা প্রতিরোধক বাঁধ ও সড়ক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিবিয়ানা গ্যাসপ্ল্যান্টের প্রডাকশন সুপারভাইজার ফেরদৌস বিন সিদ্দিকী উপস্থিত ছিলেন। তিনি আনুষ্ঠানিকভাবে বাঁধ ও সড়ক হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘলবাক ইউপির সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী। অনুষ্ঠানে বিবিয়ানা গ্যাসপ্ল্যান্টের হেল্থ এনভায়রনমেন্ট এন্ড সেফটি প্রতিনিধি শাহপরাণ ও ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট) মলয় কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। এছাড়াও ইউপি মেম্বারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ ও উপকারভোগীগণ অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দীঘলবাক ইউপির সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী ও ওয়ার্ড মেম্বার ফকরুল মিয়া। তাঁরা বন্যা প্রতিরোধক বাঁধ ও সড়ক সময়মতো, সুন্দরভাবে ও নিরাপদে নির্মাণ সম্পন্ন করার জন্য শেভরন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তারা আরো বলেন, এই বাঁধ বর্ষা মৌসুমে স্থানীয় জনসাধারণের সম্পদ, ফসল ও গবাদীপশু রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া উপকারভোগীরা নির্মাণ কাজের গুণগতমানের ব্যাপারে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com