মাধবপুর প্রতিনিধি ॥ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উৎসাহিত করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মাধবপুর প্রেসক্লাবে এ সভা হয়েছে। প্রেসক্লাব সহ সভাপতি বিল্লাল হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক রাজীব দেব রায় রাজু, আবুল হোসেন সবুজ, আইয়ূব খাঁন, আলাউদ্দিন আল রনি, রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ অলিদ মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা তথ্য অফিসার সিরাজ উদ্দোল্লাহ খাঁন। সভায় বক্তরা বলেন সরকার দেশকে ডিজিটালাইজেশন করার কাজ চালিয়ে যাচ্ছে। মানুষ ঘরে বসে সরকারী তথ্য পাচ্ছে। জনগণকে প্রযুক্তি সুবিধা নিতে উৎসাহিত করতে না পারলে সরকারের এ উদ্দেশ্যে বিফলে যাবে।