স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তেঘরিয়া খোয়াই বাধ থেকে স্ত্রীর মামলায় স্বামী মালেক মিয়া (৩৫) কে আটক করেছে ডিবি পুলিশ। সে পূর্ব তেঘরিয়া গ্রামের আব্দুন নুরের পুত্র। গতকাল সোমবার সন্ধ্যায় ডিবির এসআই সুদ্বীপ রায় ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, প্রায় ১ বছর আগে একই উপজেলার আউশপাড়া গ্রামের যুবতী আবেদা খাতুনকে প্রেমের ফাদে ফেলে বিয়ে করে। বিয়ের পর কিছুদিন সংসার করার পর তাকে যৌতুকের জন্য মারপিট করে পিত্রালয়ে পাটিয়ে দেয়। এর পর থেকে আবেদার কোন বরন পোষন মালেক করে না। এ ব্যাপারে আবেদা খাতুন আদালতে মামলা করলে আদালত মালেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে। এতদিন সে আত্মগোপনে ছিল।