আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাতলামি করার দায়ে এক মাতালকে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল বিকালে মাধবপুর বাজারে মদ খেয়ে মাতলামি করার সময় পৌর এলাকার ৩নং ওয়ার্ডের মৃত সৈয়দ মিয়ার পুত্র হাছন আলী (৪০) কে থানার এসআই মমিনুল ইসলাম আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদুল ইসলামের কার্যালয়ে হাজির করা হলে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।