চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা করেছে প্রতিন্দ্বন্দ্বি প্রার্থীর লোকজন। জানা যায়, রবিবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শামছুজ্জামান শামীমের বাড়িতে ১৫/২০টি মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে হামলা চালায় অপর চেয়ারম্যান প্রার্থী ওয়াহেদ আলী মাস্টারের লোকজন। এ সময় চেয়ারম্যান প্রার্থী ওয়াহেদ আলীর লোকজন চেয়ারম্যান প্রার্থী শামছুজ্জামান শামীমকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকি ধামকি দেয়। পরে বাড়ির লোকজনের শোর চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে হামলা কারীরা পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে।