সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে হবিগঞ্জ পৌরসভার প্রাক-বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মে, ২০১৬
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ১০১৬-২০১৭ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে প্রাক-বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। মতবিনিময় সভায় বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার ইকরামূল ওয়াদুদ, শিল্পী আলাউদ্দিন আহমেদসহ শহরের বিশিষ্ট শিাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বক্তারা বলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কবি জসিম উদ্দিনসহ বাংলা সহিত্যের বরেণ্য সাহিত্যিকদের জন্ম ও মৃত্যু বার্ষিকী পালনের জন্য বাজেটে বরাদ্দ রাখা প্রয়োজন। তারা শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুনী ব্যক্তিদের সংবর্ধনা প্রদানের জন্য হবিগঞ্জ পৌরসভার কর্মসুচী গ্রহণ করা প্রয়োজন বলে মতপ্রকাশ করেন। পৌরসভার হলগুলো সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য আরো সহজলভ্য করার জন্য প্রস্তাব উঠে আসে মতবিনিময় সভায়। এছাড়াও শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে হবিগঞ্জ পৌরসভার বাজেট বরাদ্দ বাড়ানো প্রস্তাব করা হয়। হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ কুমার দাস বলেন সকলের মতামত ও পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করেই আগামী বাজেট প্রণয়ন করা হবে। সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, খালেদা জুয়েল, অর্পণা বালা পাল, পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ও নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com