বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া এলাকার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে এ বিষয়ে পৃথক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে তথ্য কমিশনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোঃ মুহিবুল হোসেইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ওসি অমূল্য কুমার চৌধুরী, আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমীর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল খালেক, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি হাফেজ সিদ্দিক আহমদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ নমীর আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, যুগান্তর প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, কৃষি অফিসার মস্তোফা ইকবাল আজাদ, যুব উন্নয়ন অফিসার সুলতান সারোয়ার, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আবুল কাসেম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার শোকরানা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসার জালাল উদ্দিন, সমবায় অফিসার দেবাশিষ দেব, জনাব আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান, আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিএসডি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশি^র আহমদ, সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, ইউনিসেফ কো-অর্ডিনেটর দেবাশিষ দাশ, কাগাপাশা ইউপি সচিব বলাই চক্রবর্তী প্রমূখ। পরে বিকেলে এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহনে একই বিষয়ে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।