সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

শহরের হরিপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় বাড়ী ঘর ভাংচুর ॥ আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মে, ২০১৬
  • ৪০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকায় এক নিরীহ পরিবারের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের মহিলাসহ ৫ জন আহত হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের ফরিদ মিয়ার নজর পরে একই গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির উপর। এ ব্যাপারে আদালতে মামলা মোকদ্দমা চলছে। ফরিদ মিয়া জাহাঙ্গীরের বাড়ি দখল করতে না পারায় গত রবিবার সন্ধ্যায় আলী হোসেন ও মিয়া হোসেনসহ একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করে। এ সময় তাদের হামলায় জাহাঙ্গীর মিয়ার বাসায় থাকা ভাড়াটিয়ারা আহত হয়। তাদের কে বাচানো জন্য জাহাঙ্গীর ও তার পিতা আব্দুল হক এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। গুরুতর আহত অস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় জাহাঙ্গীর মিয়ার ঘরটি ভেঙ্গে এবং মালামাল লুট করে নিয়ে যায়। এনিয়ে যে কোন সময় উভয় পরে মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com