পাবেল খান চৌধুরী ॥ রাগ অনুরাগ নয় জনগণের রায়ের প্রতি সম্মান রেখে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। বর্তমান জনবান্ধব সরকার ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র গুলো থেকে জনগণের দূর গোড়ায় সেবা পৌছে দিচ্ছে। হবিগঞ্জ জেলার প্রথম ধাপে আজমিরীগঞ্জ উপজেলার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিনা আলম উপরোক্ত কথা বলেন। গতকাল রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিদুল ইসলাম ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হলেন, ৪নং কাঁকাইলছেও ইউনিয়নে আলহাজ্ব নুরুল হক ভূইয়া, ১নং আজমিরীগঞ্জ ইউনিয়নে মোঃ আব্দুল কুদ্দুছ মিয়া, ২নং বদলপুর ইউনিয়নে সুষেনজিৎ চৌধুরী, ৩নং জলসুখা ইউনিয়নে মোঃ ফয়েজ মিয়া। অনুষ্ঠানে ম্যাজিষ্ট্রেটগণসহ অন্যান্যদের মধ্যে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের ৮ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে প্রজেক্টরের মাধ্যমে তথ্য সেবা নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, ৫নং শিবপাশা ইউনিয়নে ১নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি ২ ইউপি সদস্য সমান সংখ্যক ভোট পাওয়ায় গেজেটভুক্ত হয়নি। ফলে শিবপাশা ইউনিনে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচিত চেয়ারম্যানসহ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।