স্টাফ রিপোর্টার ॥ এশিয়ান টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক খোয়াই পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম সুরুজ আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলা সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এস এম সুরুজ আলীর উপর ন্যাক্কারজনক ভাবে সন্ত্রাসী হামলার ঘটনাটি সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা মাত্র। আমরা এ ঘটনার তীব্র নিন্দা- প্রতিবাদ জানাই।” বিবৃতিতে নেতৃবৃন্দ হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। বিবৃতিদাতারা হলেন- জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এম এ ওয়াহেদ, সাবেক সভাপতি মর্তুজা ইমতিয়াজ, বর্তমান সহ সভাপতি হেমায়েত আলী খান জাতু, সালাম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ মশিউর রহমান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর ও কোষাধ্যক্ষ মোঃ রহমত আলী।