প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল রবিবার চতুর্থবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হিয়ালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নূর মিয়া তালুকদার। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় সকল অভিভাবক, শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি চতুর্থবারের মতো ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ খান ও ১১নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মোঃ নূর মিয়া তালুকদার হিয়ালা গ্রামের কৃতি সন্তান। তিনি বিদ্যালয়ের শিক্ষার মনোন্নয়নসহ বিদ্যালয়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।