নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মৃত ইজন উল্লাহর পুত্র সালাম মিয়া (৩৫) কে ৪ লিটার চুলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
গতকাল রবিবার সন্ধ্যার পর নবীগঞ্জ থানার এসআই চাঁন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ রাজা কমপ্লেক্সের সামন থেকে যাওয়ার সময় তার কাছ থেকে উপরে উল্লেখিত পরিমান মদসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ খবর এলাকার মানুষের মধ্যে জানাজানি হলে সাধারন মানুষের মধ্যে স্বস্থি ফিরে পেয়েছে।
উল্লেখ্য সালামের বিরুদ্ধে মাদক ব্যবসা ছাড়া ও এলাকায় বিভিন্ন অপকর্ম ছাড়া ও আরো বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।