মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজলোর স্কুল ছাত্রী মনি হত্যা মামলার প্রধান আসামী শ্রীবাস সরকারকে (৩৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলশি। গতকাল রবিবার বিকেলে হবগিঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্রীবাস মাধবপুর উপজলোর খলিগাও গ্রামের সুখলাল সরকারের পুত্র।
জেলা গোয়ন্দো পুলিশের অফিসার ইনচার্জ মোশারফ হোসনে বিষয়টি নিশ্চিত করছেন।
উপজেলার আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়রে জেএসসি পরীর্ক্ষাথী মনি শ্রীবাস সরকারের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে বিষপান করে ২০১৪ সালের ১২ নভেম্বর আত্মাহুতি দেয়। পরে তার মা শুভা রানী সরকার বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শ্রীবাস সরকার ও তার পিতা সুখলাল সরকারকে আসামী করে একটি মামলা দায়ের করেন।