প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী মতব্বির হোসেন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ৩ পুত্র ও ১ মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, ব্রেইন ষ্টোকে আক্রান্ত হয়ে তিনি গত রবিবার ৩টার দিকে সিলেট নর্থইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় মরহুমের নামাজে জানাযা শেষে তার রায়পুর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন, এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, আউশকান্দি ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, পল্লীবিদ্যুৎ সমিতির ডাইরেক্টর শফিউল আলম হেলাল, ইউপি মেম্বার মাসুক মিয়া, লন্ডন প্রবাসী হাজী ইসমাইল মিয়া সহ এলাকার ব্যক্তিবর্গ। তার মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা ও পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ উপজেলা জাতাীয় পার্টির সহ সভাপতি হাজী আব্দুর রকিব মাষ্টার, মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকি, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, খায়রুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল বাছিত, প্রচার সম্পাদক হুসাইন আজাদ হেলাল, যুগ্ম অর্থ সম্পাদক ফকির ফজলু মিয়া, কৃষকপার্টির সভাপতি কমান্ডার এম এ খালেক, যুব সংহতির সাবেক সভাপতি শেখ সামছুল ইসলাম, পৌর যুব সংহতির সদস্য সচিব রঞ্জু দেব, ছাত্র সমাজের সদস্য সচিব নিউটন সূত্রধর প্রমুখ।