এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা খেয়াঘাটে বজ্রপাতে নুর ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত সামছুল ইসলামের পুত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নুর ইসলাম বাঁশ নিয়ে নৌকা দিয়ে নদী পার হওয়ার জন্য রেমা খেয়াঘাটে যান। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তিনি মারা যান।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া বিকালে বজ্রপাতে হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের নুর মিয়ার স্ত্রী মিনা আক্তার (৪০) নামের এক গৃহবধু আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।