চুনারুঘাট প্রতিনিধি ॥ ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আচরণ বিধি মানছেন না অনেক চেয়ারম্যান প্রার্থীরা। এখনও প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ হয়নি। প্রতীক বরাদ্ধের আগে প্রতীক নিয়ে প্রচারনা চালাচ্ছেন কিছু সংখ্যক প্রার্থীরা। প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ নানাভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। কোন কোন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা একের অধিক হওয়া একই প্রতীক নিয়ে দুই জনেই ফেইসবুকে পোষ্টার আকারে করে প্রচারনা চালাচ্ছেন। এ নিয়ে ভোটারদের মাঝে নানা আলোচনা-সমালোচনা সৃষ্ঠি হয়েছে। আহাম্মদাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আঃ লতিফ ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন বাবরু দুই জনেই আনারস প্রতীক নিয়ে ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তারা দুই জনই আনারস প্রতীক চেয়েছেন। এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রতীক বরাদ্ধের আগে কোন প্রার্থী যদি প্রতীক নিয়ে প্রচারণা বা ভোট চায় তাললে ওই প্রার্থীর বিরুদ্ধে অর্থ দন্ডসহ কারাদন্ডের আইন রয়েছে। এমন কি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হয় এমন কিছু করলে তাদের মনোনয়ন বাতিল করারও বিধান রয়েছে। আগামী ২০ মে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান ও ইউপি সদস্য/সদস্যাদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হবে।