প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের জাতীয় পার্টির কর্মী মদরিছ মিয়া (৪০) আর নেই। তিনি গত সোমবার রাত ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা গতকাল মঙ্গলবার বেলা ২টায় গ্রামের ঈদগাহ মাটে অনুষ্টিত হয়েছে। উক্ত জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুত শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা জাপার সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক নুরুল আমীন পাঠান।