স্টফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠান মালার মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতি ও বাংলা ট্রিবিউনের হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তাফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বৈশাশী টিভির জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, সদর থানা যুবদলের সহ-সভাপতি মোঃ অলিউর রহমান অলি, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল আহেমদ চৌধুরী, ব্যাংকার আব্দুর রকিব, আব্দুন নুর, লোকালয় বার্তার বিশেষ প্রতিনিধি এম সজলু, হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ টিপু, জাকারিয়া চৌধুরী, আখলাছ আহমেদ প্রিয়, নিরঞ্জন গোস্বামী শুভ, জাহেদ আলী মামুন, মোস্তাকিম বিল্লাহ, দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার স্টাফ রিপোর্টার শাহ আলম, বৃন্দাবন সরকারী কলেজের ছাত্রী নার্গিস সুলতানা, পিয়ারা আক্তার, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মরিয়ম আক্তার তফুরা প্রমুখ। সভায় প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনসহ সকল গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ সমাজ উন্নয়নের ভূমিকা পালন করে। তিনি হবিগঞ্জের সকল সাংবাদিককে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান। সভাশেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন করেন। পরে শহরে একটি র্যালি বের করা হয়।