শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১ মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ আহত ২০ খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ পরিবেশ নষ্ট নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত ॥ ভাংচুর হবিগঞ্জে শিল্পবর্জ্য দূষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার ঢাকায় পুলিশের গুলিতে নিহত নবীগঞ্জের আজমতের পরিবারে এখনও কান্না থামছে না আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পইলের নির্মাণ শ্রমিক হত্যা মামলার অন্যতম আসামী আলীম গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৪ মে, ২০১৬
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নির্মাণ শ্রমিক ইদ্রিস হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মামলার অন্যতম আসামী আলীম উদ্দিনকে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। এদিকে নিহত ইদ্রিস আলীর স্ত্রী লাল বানু ও তার ১২ দিনের নবজাতক শিশু অসুস্থ হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার এসআই পার্থ রঞ্জণ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার বামকান্দি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের নিজাম উদ্দিনের পুত্র মামলার অন্যতম আসামী আলীম উদ্দিন (২৫) কে আটক করে। এ সময় তার বাড়ি থেকে সন্দেহজনক আরেক জনকেও আটক করা হয়। সে লাখাই উপজেলার গোয়াহাড়া গ্রামের নানু মিয়ার পুত্র শাহীন মিয়া। পরে গায়াহাড়া গ্রামের নানু মিয়ার পুত্র শাহীন মিয়াকে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের জিম্মায় মুক্তি দেয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এ হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী বদরুন্নেছাকে আটক করতে পারলেই হত্যার মোটিভ উদঘাটন করা সম্ভব হবে। সুত্র আরো জানায় গত মঙ্গলবার সুলতানশী গ্রামের ঠিকাদার খেলু মিয়ার সাথে কাজে যায় ইদ্রিস আলী। পরে ওইদিন বিকালে ভাঙ্গারপুল এলাকা থেকে তার মৃতদেহ হাসপাতালে রেখে বদরুন্নেছা নামের এক মহিলা পালিয়ে যায়। নিহত ইদ্রিস আলী পইল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। ওই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ইদ্রিস আলীর চাচাতো ভাই জাফর আলীর পুত্র শাহ আলম বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞত আরো ৭/৮ জনকে আসামী করে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পার্থ রঞ্জণ চক্রবর্তী গতকাল অভিযান চালিয়ে এজাহারভূক্ত
আলীম উদ্দিনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন জানান, মামলার অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আসা করছি খুব শীগ্রই অন্যান্য আসামীদের ধরতে সক্ষম হব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com