স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নির্মাণ শ্রমিক ইদ্রিস হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মামলার অন্যতম আসামী আলীম উদ্দিনকে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। এদিকে নিহত ইদ্রিস আলীর স্ত্রী লাল বানু ও তার ১২ দিনের নবজাতক শিশু অসুস্থ হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার এসআই পার্থ রঞ্জণ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার বামকান্দি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের নিজাম উদ্দিনের পুত্র মামলার অন্যতম আসামী আলীম উদ্দিন (২৫) কে আটক করে। এ সময় তার বাড়ি থেকে সন্দেহজনক আরেক জনকেও আটক করা হয়। সে লাখাই উপজেলার গোয়াহাড়া গ্রামের নানু মিয়ার পুত্র শাহীন মিয়া। পরে গায়াহাড়া গ্রামের নানু মিয়ার পুত্র শাহীন মিয়াকে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের জিম্মায় মুক্তি দেয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এ হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী বদরুন্নেছাকে আটক করতে পারলেই হত্যার মোটিভ উদঘাটন করা সম্ভব হবে। সুত্র আরো জানায় গত মঙ্গলবার সুলতানশী গ্রামের ঠিকাদার খেলু মিয়ার সাথে কাজে যায় ইদ্রিস আলী। পরে ওইদিন বিকালে ভাঙ্গারপুল এলাকা থেকে তার মৃতদেহ হাসপাতালে রেখে বদরুন্নেছা নামের এক মহিলা পালিয়ে যায়। নিহত ইদ্রিস আলী পইল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। ওই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ইদ্রিস আলীর চাচাতো ভাই জাফর আলীর পুত্র শাহ আলম বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞত আরো ৭/৮ জনকে আসামী করে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পার্থ রঞ্জণ চক্রবর্তী গতকাল অভিযান চালিয়ে এজাহারভূক্ত
আলীম উদ্দিনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন জানান, মামলার অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আসা করছি খুব শীগ্রই অন্যান্য আসামীদের ধরতে সক্ষম হব।