স্টাফ রিপোর্টার ॥ আমিষের চাহিদা পূরণ এবং মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গীরঘাট এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বিল নার্সারী স্থাপন এবং পোনামাছ অবমুক্তকরণ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পোনামাছ অবমুক্ত করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১ হাজার ৫শ’ কেজি রুই, কাতলা, মৃগেল ও বিভিন্ন কার্ফ জাতের মাছের পোনা হাওড়ে অবমুক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেন, আমরা যদি মা ও পোনামাছ নিধন বন্ধ করি তাহলে হাওর, নদী ও বিলে মাছের বাম্পার ফলন হবে। ফলে মানুষ কমদামে বেশি করে মাছ খেতে পারবে। পূরণ হবে আমিষের চাহিদা। বর্তমান সরকার মা ও পোনা মাছ নিধন বন্ধ করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ঝাটকা নিধন বন্ধ করেছে। কিন্তু শুধু সরকার একা এই অপরিকল্পিত মৎস্য নিধন বন্ধ করতে পারবে না। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। সবাই মিলে মা ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে।