২০১৬ খ্রিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাঞ্চন কুমার শীল বানিয়াচং উপজেলার শ্রেষ্ট শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছে। ইতোপূর্বে তিনি ২০১৪ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি ২০০৮ ও ২০০৯ খ্রিষ্টাব্দে শ্রেষ্ট শিক্ষক হিসেবে “বি.এস.বি ফাউন্ডেশন অ্যায়ার্ড” লাভ করেন। বর্তমানে তিনি নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ব্র্যাক পরিচালিত শিক্ষা কার্যক্রম চঅঈঊ প্রেগ্রামে গণিত বিষয়ের মাষ্টার ট্রেইনার হিসেবে কর্মরত আছেন।
এ জন্য উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।