স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের কবিরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন টেটাবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার কবিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই গ্রামের এডভোকেট সুলতান আহমেদ ব্যালেট পেপার হাতে নেয়ার সময় আঙ্গুলে কালি লাগান নাই। এ নিয়ে নৌকা মার্কার এজেন্ট কাঠালিয়া গ্রামের রনজিতের সাথে সুলতান আহমেদ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে চরম হট্রগোল শুরু হয় এবং রনজিত ও তার আত্মীয় কয়েকজনকে হেনস্তা করে। এ অবস্থায় কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত থাকে। এ ঘটনায় আওয়ামীলীগের এমপি প্রার্থীর সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। রাতে সুলতান আহমেদের আত্মীয় স্বজনরা স্থানীয় মেম্বার তাজুল ইসলামকে সাথে নিয়ে বিষয়টি মিমাংসা করার জন্য নাছির মিয়ার বাড়িতে যান। এ সময় নাছির মিয়ার লোকজন তাদেরকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এর জের ধরে গতকাল সকাল ৮টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় মরণাস্ত্র ব্যবহার করে। এতে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে-মাসুদ মিয়া (২৪), মন্তোষ দাস (৪৫), সামসু উদ্দিন (৩২), নুর হোসেন (৫০), সেলিম মিয়া (৩০), ওয়াহিদ মিয়া (৩০), কালাচান দাস (৩০), সানু মিয়া (৫০), তাজুল ইসলাম (৩৫), ফুয়াদ আলী (৫০), আব্দুল মন্নাফ (৫০), সালেক মিয়া (২২), সামসু মিয়া (২৫), সদর উল্লা (৫০), সনু মিয়া (৫০), লাসিত মিয়া (২৫) ও তাজুল ইসলামকে (৩৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে এমপি এমএ মজিদ খান হাসপাতালে আহতদের দেখতে যান।