স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরে ট্রলি দুর্ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছে। এ সময় পুলিশের শর্ট গান ছিনিয়ে নেওয়ার সময় ওই অস্ত্রের রাবার বুলেটে দুলাল (৪৫) নামের এক ঠেলা গাড়ী চালক গুরুতর আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। তবে যে কোন সময় সংঘর্ষের আশংকায় আতংকে রয়েছেন এলাকাবাসী। জানা যায়, সম্প্রতি ভাওয়ালী টুলা এলাকায় তৌহিদ মিয়ার পুত্রের একটি ট্রলি আব্দুল হক মিয়ার পুত্রকে আঘাত করে। এ নিয়ে বাগ ও ভাওয়ালী টুলার মাঝে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিষ্পত্তির জন্য গত শনিবার নবনির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাড়ীতে শালিস বৈঠকে ফের উত্তেজনা দেখা দেয়। গতকাল বুধবাবার রাতে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত হলেও ভাওয়ালী টুলা গ্রামের আব্দুল হক সরদার গং বাগ পূর্ব তোপাখানা গ্রামের জয়নাল মিয়াগং দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। আহতরা হলেন, হামিদ মাষ্টার, কবির রহমান, এনামুল, জানু, জামির, শাহান, আলামিন, হান্নান, আলী আকবর, আজিমুল, আজম, উজ্জল, আশকর, নবেল, আনোয়ার, নানু, নীরব, জানে আলম জফরুল, একরামুল, উজ্জল, শান্ত, আনহার, আমিনুল, আরজু, জয়নাল, কামাল, শাহনুর, সামছুন নাহার, নুরেশা, নুরচান, শাহিনা বেগমসহ শতাধিক লোক। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া আমির রহমান, দিলু মিয়া, আব্দুল খালিক, খাইরুল মিয়া আব্দুল করিম, ফজিল মিয়াকে হবিগঞ্জ সদর এবং মাহফুজকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় পুলিশের শর্র্ট গান ছিনিয়ে নিতে টানাহেচড়া করে ভাওয়ালী টুলা গ্রামে ছোল উল্লার পুত্র দুলাল (৪৫)। পুলিশ আত্মরক্ষার্থে তাকে রাবার বুলেট ছুড়লে সে গুরুতর আহত হলে সংকটাপন্নবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালো ভর্তি করানো হয়। এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে বানিয়াচং থানার এসআই মোস্তাক, ফিরোজ আহমেদ, আব্দুল্লাহ, কনষ্টেবল স্বপন, বদরুল আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।