স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারী শিশু পরিবারে এতিমদের নির্যাতন, খাবারে টাকা আত্মসাৎ, জেলা সমাজ সেবা কার্যালয়ের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ সহ অনিয়ম দূর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেছে দূনীর্তি দমন কমিশন। জেলা সমাজ সেবা কার্যালয়ের সাবেক অতিরিক্ত দায়িত্ব পালনকারী উপ-পরিচালক মো: সোয়েব হোসেন চৌধুরী ও তার স্ত্রী একই কার্যালয়ের রেজিষ্টার্ড অফিসার জাহানারা পারভীনের নানা অনিয়মের বিষয়ে সম্প্রতি তদন্ত শুরু করে দুদক। এর আগে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফখরুল ইসলামকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, মো: সোয়েব হোসেন চৌধুরীর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামে।