মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বেআইনী জনতা দলবদ্ধ হয়ে সরকারী কাজে বাধাদান, পুলিশকে আক্রমন করে গুরুতর জখম ও দোকানপাট ভাংচুরের দায়ে বানিয়াচং থানার এসআই মোস্তাক আহমেদ বাদী হয়ে যাত্রাপাশা গ্রামের আয়ূব আলী মেম্বার, মোসাহিদ মিয়া, মোর্শেদ মিয়া, সৈয়দ বাহাদুর মিয়াসহ ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮০০/৯০০ জনকে আসামীকে মামলা দায়ের করেছেন।
এদিকে মামলা দায়ের এর পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসানুজ্জামান এলাকায় অভিযান চালিয়ে আয়ূব আলী মেম্বার, নায়েব আলী, সৈয়দ বাহাদুর মিয়া, সেলিম মিয়া, শিবলু মিয়া নামে ৫ দাঙ্গাবাজকে গ্রেফতার করেছে। গতকাল তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালতে জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।