স্টাফ রিপোটার ॥ মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় শহরে আনন্দ মিছিল করেছে হবিগঞ্জ পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।
গতকাল সন্ধ্যায় আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে চৌধুরী বাজার পয়েন্টে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।
পৌর ছাত্রলীগ সভাপতি ফয়জুর রহমান রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, সহ-সভাপতি সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান শিহাব, জনক রায় জনি, মনসুর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, রুহেল আহমেদ, জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হাসান, জুবেদ আহমেদ সবুজ, মনজুর আলম তুহিন, রুমন, সুজন, শুভ, সোহাগ, ফখরুল, জাকির, সামাদ, পিয়াল, জাহাঙ্গীর, নাসিফ, জলক, পলাশ, সাজ্জাদ, শিপু, জিকু, তানভীর, নাঈম, তানিম, আকাশ, আমিনুল, জসিম, বাহার, করিম, দিপু, শাকিব প্রমূখ।