মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, গত মঙ্গলবার ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (্এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বি-বাড়িয়া জেলার কাউতলী বাসষ্ট্যান্ড এলাকায় রাজধানী হোটেলে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলো মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের হায়দর আলীর পুত্র মো: ধনু মিয়া (২৫)। পুলিশ জানায়, হবিগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারক ২০১০ সালে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর ধনু মিয়া পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। গতকাল বুধবার সকালে পুলিশের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।