মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং সদরে ভোটের আগের দিন ও ৫ জানুয়ারী ভোট গ্রহনের দিনে ভোট কেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ করে ব্যালট পেপার ও বাক্স ছিনতাই ও পুড়িয়ে ফেলে ত্রাস সৃষ্টি করার দায়ে এ পর্যন্ত দ্রুত বিচার আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে। ভোটের আগের দিন তোপখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ৩টি কেন্দ্রে হামলার অভিযোগে এসআই মধূসূদন বাদী হয়ে যুবদল নেতা মিলন খানকে প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৪০ কে অজ্ঞাত রেখে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। এদিকে ভোটের দিনের বিভিন্ন কেন্দ্রে সহিংসতায় ঘটনায় দ্রুত বিচার আইনে আরো ৩টি মামলা দায়ের করা হয়। তন্মধ্যে রেদওয়ানা দাখিল মাদ্রাসার ১১ নং কেন্দ্রে পুলিশ আনসার ও প্রিজাইডিং অফিসারকে মারধোর করে ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নেয়ার অভিযোগে এসআই শহীদ বাদী হয়ে বিএনপি নেতা হুমায়ুনকে প্রধান আসামী করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ থেকে ৫০ জন, শরীফখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৮ নং কেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করে পুলিশ আবু হানিফ ও আনসার আব্দুল্লাহ কে অগ্নিদগ্ধসহ কেন্দ্রে ত্রাস সৃষ্টি করার দায়ে এসআই ধর্মজিৎ বাদী হয়ে ছাত্রদল নেতা মাহফুজুর রহমান কে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ থেকে ৪০ জন এবং চৌধুরীপাড়া ১৮ নং কেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করে ভোট কার্যক্রমে বিঘœসৃষ্টি করার দায়ে এসআই মধূসূদন বাদী হয়ে ছাত্রদল নেতা সোহেলকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ থেকে ৩৫ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য, ভোটের আগের দিন শনিবার সন্ধ্যা থেকে ভোটের দিন পর্যন্ত ৮ টি কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার, ব্যালট বক্স ছিনতাই ও পুড়িঁয়ে দেয় দর্র্বৃত্তরা। এসব ঘটনায় ১জন গুলিবিদ্ধ, পুলিশ ও আনসার ২জন অগ্নিদগ্ধসহ আহত হয় প্রায় ১২ জন। শনিবার সন্ধা সাড়ে ৭টার দিকে তোপখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯ নং ভোটকেন্দ্রে ১০ থেকে ১২ জনের একদল দর্বৃত্ত ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ ও পুলিশ আনসারদেরকে লাঠিপেঠা করে ৩০৩৯টি ব্যালট ও সবক’টি ব্যালট বাক্স পুড়িঁয়ে দেয়। পরপরই তকবাজখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০ নং কেন্দ্রে ককটেল ফাটিঁয়ে হামলা চালিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরালে পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। একই দিন চৌধুরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৮ নং কেন্দ্রে ও রাত ১১টার দিকে কামাল খানী ৮ নং কেন্দ্রে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্র্বৃত্তরা ত্রাস সৃষ্টি করে। গভীর রাতে জামেয়া রেদওয়ানা দাখিল মাদ্রাসার ১১ নং কেন্দ্রে পুলিশ আনসার ও প্রিজাইডিং অফিসারকে মারধোর করে ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নিয়ে যায়। রোববার ভোটারদের উপস্থিতি কম থাকায় বেলা ১১টার দিকে একদল দুর্র্বৃত্তরা এলআর সরকারী উচ্চ বিদ্যালয়ের ২৭ নং কেন্দ্রে প্রবেশ করে পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করে । এসময় দুর্র্বৃত্তরা কয়েকটি ব্যালট বাক্স ভেঙ্গে ফেলে। এতে প্রায় ঘন্টাখানেক ভোট গ্রহন স্থগিত থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে বিএসডি বালিকা মাদ্রাসার ১৪ নং কেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করে ভীতির সৃষ্টি করে। বেলা ২টার দিকে চৌধুরীপাড়া ১৮ নং কেন্দ্রে ২য় দফা দুর্বৃত্তরা হামলা চালালে পুলিশ গুলি ছুঁড়লে জাতুকর্ন পাড়া গ্রামের মৃত রেজাক আলীর পুত্র কমল মিয়া (৩২) গুলিবিদ্ধ হয়।