মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে থানার এসআই মমিনুল ইসলাম ব্রাহ্মনবাড়ীয়া শহরের কাউতলীর রাজধানী হোটেলে অভিযান চালিয়ে মোঃ ধনু মিয়া (২৫) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ধনু উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের হায়দর আলীর ছেলে। ২০০৮ সালে হবিগঞ্জের জজ কোর্টের বিজ্ঞ বিচারক তাকে একটি মাদক মামলায় ২ বছরের সাজা প্রদান করেন। এছাড়া সন্ধ্যায় উপজেলার রাজাপুর গ্রামের মহরম আলী (৩২) এবং বড়জ্বালা গ্রামের শওকত আলী (২৫) কে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।