স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী বিমল রবি দাস (৩৮) কে আটক করেছে পুলিশ। সে শহরের ২নং পুল এলাকার মৃত সুকলাল রবি দাসের পুত্র।
গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে সদর থানা এএসআই আখতারুজ্জামান ও পুলিশ সদস্য আনিসুর রহমান তাকে আটক করেন।
পুলিশ জানায়, বিমলের বিরুদ্ধে আদালত থেকে চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। সে এতদিন আত্মগোপনে ছিল।