স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় হবিগঞ্জে গ্যাস, বিদ্যুৎ ও রাস্তাঘাটসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। গতকাল সোমবার বিকালে হবিগঞ্জ পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনের নিমিত্তে সেচ পাম্প ও চৌধুরী বাজার জামে মসজিদের সামন থেকে হরিপুর চৌরাস্তা পর্যন্ত ১৪ লাখ টাকা ব্যয়ে ২ ব্যাসের ৪৫০ মিটার গ্যাস সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, গ্যাস সংযোগ থাকা সত্ত্বেও গ্যাসের চাপ না থাকায় নাতিরাবাদ এলাকাবাসী দীর্ঘদিন ধরে সমস্যায় ভূগছিলেন। জননেত্রী শেখ হাসিনার অবদানে আজ আমি আপনাদের সুবিধার্থে এ সমস্যার সমাধান করেছি। তিনি বলেন, আপনারা মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে দুইবার নির্বাচিত করেছেন। আমিও আপনাদের সেবায় নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রেখেছি এবং ভবিষ্যতেও থাকব। নাগুরা স্কুলের সাবেক প্রধান শিক্ষক নীতেন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর জুনেদ মিয়ার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খয়ের উদ্দিন চৌধুরী, সাবেক কমিশনার সামছু মিয়া, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, আব্দুল খালেক টেনু, আমিনুল ইসলাম রকিব, এডঃ মানবেন্দ্র দাশ, হাজী টেনু মিয়া, ফখরুল ইসলাম বাবুল, হাজী রমিজ আলী, পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, গৌতম রায়, মোঃ আলমগীর মিয়া প্রমুখ।
উল্লেখ্য, সংসদ সদস্য গতকাল দু’টি সেচ পাম্প স্থাপন করে উত্তর শ্যামলীসহ নাতিরাবাদ এলাকার জলাবদ্ধতা অস্থায়ীভাবে নিরসনের ব্যবস্থা করেন।