বানিয়াচং প্রতিনিধি ॥ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে। বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা কেন্দ্রে সুন্দর মনোরম সম্পুর্ণ নকলমুক্ত পরিবেশে গতকাল আল-জামিয়াতুল দারুল কোরআন মাদ্রাসা, জামেয়া মাদানিয়া, আদমখানী/কালিকাপাড়া, মাদ্রাসা দারুস সালাম, দোয়াখানী, জামেয়া সাদিয়া, বাসিয়াপাড়া, রাশিদিয়া হাসানিয়া জাঃ উঃ মাদ্রাসা, কামাল খানী, জামিয়া হাশিনিয়া দারুল উলূম, চানপুর, মাদ্রাসা সাওতাল হেরা, আনন্দপুর/চমকপুর, দারুল উলূম মাদ্রাসা, বড়ইউড়ি, মিয়াখানী দারুল উলূম মাদ্রাসা, মম্বাউল উলূম মাদ্রাসা যশকেশরী/শিবপাশা, শরীফপুর আনন্দপুর ইসলামিয়া মাদ্রাসা, দারুল উলূম মাদ্রাসা, জলসুখা, দারুস সালাম মাদ্রাসা নোয়াগড়, মদীনাতুল ঊলূম মাদ্রাসা, পশ্চিমবাগ, নগড় মোহাম্মদিয়া মাদ্রাসা, হযরত আলী ইসলামিয়া মাদ্রাসা, ইটনা, দারুল কোরআন ইমামনগর মাদ্রাসা, মিঠামইন এর প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণীর ২শ ১৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছেন। গতকাল বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সিনিয়র শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।