নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু দাশ রানা নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে চলছে তার নির্ঘুম প্রচারনা, গণসংযোগ, মতবিনিময় ও সমাবেশ। গতকাল দিন ব্যাপী ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গণ সংযোগ করেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট ভিক্ষা প্রার্থনা করেন। এ সময় নারী পুরুষ নির্মলেন্দু দাশ রানাকে অকুন্ঠ সমর্থন জানান।