চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মা দিবস ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। গতকাল রোববার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৃথক পৃথক দু’টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মা দিবসে বক্তারা মায়ের সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বিশ^ কবি রবীন্দ্রনাথের জীবনী নিয়ে ও তার রেখে যাওয়া কবিতা, গান ও গল্প নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য- চুনারুঘাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ¦ লুৎফুর রহমান মহলাদার, ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা এমরানুল হক, উপজেলা ইউএনও অফিসের নাজির কৃষ্ণ কুমার সিনহসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।