এক্সপ্রেস ডেস্ক ॥ আগামী ২২ মে রোববার পবিত্র শবে বরাত পালিত হবে। শনিবার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য রোববার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ২২ মে দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। গতকাল শনিবার সন্ধ্যায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ২২ মে দিবাগত রাতই শবে বরাত হিসাবে নির্দিষ্ট হলো।