স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাঙ্গারপুল এলাকায় গরুর সিংয়ের আঘাতে সাব্বির আহমেদ (৫) নামের এক শিশু মৃত্যুপথযাত্রী। সে ওই এলাকার কুহিনুর মিয়ার পুত্র। স্থানীয় লোকজন গরুটি আটক করেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ভাদৈ গ্রামের কাওছার মিয়ার একটি গরু দীর্ঘদিন ধরে মানুষকে সিং দিয়ে বিভিন্নভাবে আঘাত করে আহত করছে। সাব্বির ওই সময় উল্লেখিতস্থানে খেলা করছিল। এ সময় গরুটি তাকে সিং দিয়ে গুতো মারলে সে রক্তাক্ত হয়। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।