স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে আব্দুল জলিল (৩০) নামের এক ভিক্ষুক ট্রেনের নিচে পড়ে দুই পা হারিয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে বাগেরহাট জেলার তেতুল বাড়ি গ্রামের আনিসুর রহমানের পুত্র। দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে। শনিবার ওই সময় ঢাকামুখী কালনী ট্রেনে উঠতে চাইলে ট্রেনের গার্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় ট্রেনের নীচে পড়ে গেলে তার পা দুইটি কর্তন হয়ে যায়।
জিআরপি পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ভিক্ষুকদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারী দেয়।